চাঁচল :– মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল ৯ বছর বয়সের এক কিশোরীর।ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দেগুন স্ট্যান্ডে। মৃতদেহ আটকে করিয়ালি-ভালুকা রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ স্থানীয়দের।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরীর নাম ইয়াসমিন খাতুন (৯) বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দেগুন গ্রামে।স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।সোমবার দুপুরে নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খেলা করছিল করার সময় করিয়ালির দিক থেকে ভালুকার অভিমুখে আসা একটি ইটবোঝাই মেটাডোর সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসমিনের।এর পরে স্থানীয়রা করিয়ালি ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভালুকা ফাঁড়ির পুলিশ।পুলিশ চালক সহ ইট বোঝায় ম্যাটাডোরটি আটক করে নিয়ে যায় ভালুকা ফাঁড়িতে।
Home বাংলা উত্তর বাংলা মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল ৯ বছর বয়সের এক কিশোরীর।ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২...