মালদা:- পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের কদুবাড়ি এলাকায়। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর গুরুতর জখম ওই কলেজছাত্রীর নাম প্রিয়াঙ্কা দাস (২০) । গাজোল কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে। এছাড়াও আক্রান্ত হয়েছে তার স্বামী অমিত থোকদার (৩০)। দুজনেই চিকিৎসাধীন রয়েছে গাজোল গ্রামীণ হাসপাতালে। তবে পরীক্ষা দিতে পারল না কলেজ ছাত্রী।
জানা যায় এদিন সকালে জয়হাট এলাকা থেকে ওই দম্পতি বাইকে করে গাজোল কলেজের উদ্দেশ্য আসছিল পরীক্ষা থাকার কারণে। কিন্তু কদুবাড়ি এলাকায় গাজোল থেকে সামসি গামী একটি স্কুটি সামনাসামনি ধাক্কা মারে ওই বাইকে। দুর্ঘটনার জেরে রাস্তার উপরে ছিটকে পড়ে ওই দম্পতি। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলে উপস্থিত এক যুবক আক্রান্ত ওই দম্পতিকে রাস্তায় পড়ে থাকতে দেখে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে গাজোল থানার পুলিশ। ঘাতক ওই স্কুটি টিকে আটক করে পুলিশ। অন্যদিকে পরীক্ষা দিতে না পারায় চরম হতাশা প্রকাশ করে কলেজ ছাত্রী।