স্বাধীনতার ৭৪ বছর পরেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত কুমারগঞ্জের আদিবাসী অধ্যুষিত ৬ টি গ্রাম, রাস্তা ও ব্রীজের দাবীতে ভোট বয়কটের ডাক

0
551

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ মার্চ–––––   স্বাধীনতার ৭৪ বছর পরেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত কুমারগঞ্জের আদিবাসী অধ্যুষিত ছয়টি গ্রাম । পাকা রাস্তা ও ব্রীজের দাবীতে বিধানসভা ভোট বয়কটের ডাক প্রায় ১০ হাজার বাসিন্দাদের । দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর গ্রামের ঘটনা ।  বাসিন্দাদের অভিযোগ দীর্ঘবছর ধরে গ্রামের একমাত্র রাস্তা বেহাল হয়ে রয়েছে, জরাজীর্ণ অবস্থায় ঝুলছে গ্রামে ঢোকার একমাত্র সেতুটিও । বর্ষা কালে যা চলাচলের অযোগ্য হয়ে ওঠায়, জীবনের ঝুঁকি নিয়েই বছরের পর বছর চলাচল করছেন বাসিন্দারা ।আর যার জেরে ছোট বড়ো দুর্ঘটনা প্রায় লেগেই রয়েছে । শুধু তাই নয় বছর কয়েক আগে গ্রামের খাড়ি পারাপারের একমাত্র বাঁশের সেতু থেকে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুরও । এমন সব ঘটনার প্রতিবাদে প্রশাসন থেকে নেতৃত্ব সকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে এবারে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বাসিন্দারা । 

জানাগেছে, কুমারগঞ্জের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উদল থেকে তাজপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘ দিন ধরেই বেহাল । বর্ষায় ওই রাস্তা দিয়ে কেউই চলাচল করতে পারেনা । একই ভাবে এলাকার কালিসাগর খাঁড়ির উপর নির্মিত বাঁশ ও কাঠের সেতুটিও ভগ্নপ্রায় । সব মিলিয়ে চরম দুরবস্থা প্রায় ছয়টি গ্রামের বাসিন্দাদের । কখনো সাতরে,আবার কখনো   জীবনের ঝুঁকি নিয়েই খাড়ি পারাপার হতে হয় বাসিন্দাদের । এলাকার তাজপুর, হরিপুর, চাঁদপুর, বিশ্বনাথপুর, ধাদলপাড়া, চকদেহাতোড় গ্রামের বসিন্দাদের জন্য এলাকার ৫ টি প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিরাও দুর্ভোগের শিকার হন । এলাকায় নির্মিত ৩ টি অঙ্গনওয়ারি সেন্টারের সুবিধা থেকে বঞ্চিত করে ওই বেহাল রাস্তা এবং ভগ্নপ্রায় ব্রিজ । যার জেরেই এবারে রাস্তা ও ব্রীজের দাবীতে ভোট বয়কটের সিদ্ধান্ত বাসিন্দাদের । 

গ্রামের বাসিন্দা খলিমুদ্দিন মন্ডল, মাইনো মুর্মূ, জারমান হাসদা, সূর্য কিস্কুরা জানিয়েছেন, গ্রামের সমস্যা নিয়ে বিধায়ক থেকে প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোন লাভ হয়নি। ভোট আসলেই শুধু মেলে নেতাদের আশ্বাস। যার কারনে বাধ্য হয়েই বাসিন্দারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন । 


এলাকার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী তোরাব হোসেন মন্ডল জানিয়েছেন, বাসিন্দাদের দাবী যুক্তি সঙ্গত । আগামীতে যাতে এই কাজ সম্পূর্ণ করা যায় সেই দিক দেখা হবে । 

কুমারগঞ্জ আসনে বিজেপি প্রার্থী মানস সরকার বলেন, পাচ বছরের শাসনকালে শুধু তোলাবাজি ও দুর্নিতি করেছে তৃণমূল । উন্নয়নের কাজ কিছুই করতে পারেনি । এবারে বিজেপি ক্ষমতায় এলে বাসিন্দাদের সমস্ত অসুবিধা দূর করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here