শীতল চক্রবর্তী হরিরামপুর 24 মার্চ দক্ষিণ দিনাজপুর:- মিত্র সংঘ এবার ভোট প্রচারের মিত্রের জন্য। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা এলাকায় হরিরামপুর বুনিয়াদপুর সহ বিভিন্ন দেওয়ালে লেখা রয়েছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রচার করতে শুরু করেছেন। গঙ্গারামপুরের বড় বাজারে মিত্র সংঘের সম্পাদক সহ তাদের ক্লাবের সদস্যরা কোথাও বিপ্লব মিত্রের সমর্থনে দেওয়াল লিখনে সরকারের একাধিক উন্নয়নমূলক প্রচার তুলে ধরেছেন। আবার কোথাও ঠান্ডা মাথায় খেলা হবে। খালি পেটে রামের নাম হাজার ছুলো গ্যাসের দাম, এই বিজেপি আর না। ব্যাপক পড়েছে সারা বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।
গঙ্গারামপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বড় বাজারের ঘটনা পুজোর আগে মিত্র সংঘ নামে এই ক্লাবটি খোলা হয়। ক্লাবের সম্পাদক রয়েছেন এলাকার বাসিন্দা বাবু চৌধুরী। ক্লাবটি তৈরি করার পর থেকেই ক্লাবের সম্পাদক বাবু চৌধুরী তাঁর ক্লাবের সকল সদস্যদের একসঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক কাজ করতে শুরু করেন বলে ক্লাব সূত্রে খবর। যেমন গত বছরের শ্যামা পুজোতে মিত্র সংঘের তরফে বড়বাজারে বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল। শ্যামা পুজোতেও ছিল তাদের ক্লাবের পুজোতে চমক ও।
জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র ঘনিষ্ঠ বাবু চৌধুরী হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিপ্লব মিত্রের হয়ে মিত্র সংঘের তরফে বিভিন্ন ধরনের প্রচার তুলে ধরেছেন তার ক্লাবের সদস্যরা সেখানে নিয়ে গিয়ে। মিত্র সংঘের তরফে হরিরামপুর, বুনিয়াদপুর সহ বিভিন্ন দেওয়ালে লেখা রয়েছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে সরকারের একাধিক উন্নয়নমূলক প্রচার। সেই সঙ্গে কোথাও ঠান্ডা মাথায় খেলা হবে। খালি পেটে রামের নাম হাজার ছুঁলো গ্যাসের দাম, এই বিজেপি আর না। উন্নয়নের চিত্র বিপ্লব মিত্র বলে বিভিন্ন ধরনের প্রচার তুলে ধরা হয়েছে। এমনই সব প্রচারের দৃশ্য দেখা গেল বিভিন্ন জায়গায়।
গঙ্গারামপুরের বড়বাজারের মিত্র সংঘের সম্পাদক বাবু চৌধুরী হরিরামপুরের এমন প্রচারে গিয়ে জানান, আমাদের সকলের প্রিয় মেজদা হরিরামপুরের তৃণমূলের প্রার্থী হয়েছেন। তাই আমাদের ক্লাবের তরফে তার হয়ে দেওয়াল লিখনের মাধ্যমে একাধিক উন্নয়নমূলক প্রচার ও বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়েছে। এবার আমাদের মেজদা হরিরামপুর বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমরা আশাবাদী।
এমন প্রচারে ব্যাপক সাড়া দিয়েছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।