শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,২৬ শে মার্চ দক্ষিন দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত যুবকের নাম হুমায়ূন মণ্ডল (২৫),বাড়ি হিলি থানা এলাকায়।
পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে,গত ২৩ মার্চ গঙ্গারামপুর থানার বসাক পাড়া এলাকার একটি মোবাইলের দোকান থেকে লক্ষাধিক টাকার ফোন চুরি হয়।ঘটনার পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে সীমান্তবর্তী হিলি এলাকা থেকে ধৃত যুবককে গ্রেপ্তার করে তার কাছে থেকে ৪২টি মোবাইল ফোন উদ্ধার করেছেন,যার বর্তমান বাজার মূল্য ৬লক্ষ্য টাকা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু কে সঙ্গে নিয়ে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।