বিকল একাধিক জলের মেশিন, গরম পড়তেই তীব্র জলসঙ্কট বালুরঘাট জেলা হাসপাতালে

0
433

বিকল একাধিক জলের মেশিন, গরম পড়তেই তীব্র জলসঙ্কট বালুরঘাট জেলা হাসপাতালে। সমস্যায় রোগী ও তার পরিবারের লোকেরা, সমস্যা সমাধানের আশ্বাস মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ মার্চ––––– বিকল পানীয় জলের মেশিন, গরম পড়তেই বালুরঘাটে জেলা হাসপাতালে শুরু হয়েছে তীব্র জল সঙ্কট। সমস্যায় রোগী ও তার পরিবারের লোকেরা। বাইরে থেকে জল টেনে এনেই তৃষ্ণা মেটাচ্ছে রোগী ও তার বাড়ির লোকেরা। জেলা হাসপাতাল সুত্রের খবর, রোগী ও তাদের পরিবারের সুবিধার্থে বেশ কয়েকবছর আগে হাসপাতাল চত্বর জুড়ে বসানো হয়েছিল প্রায় ৪টি অত্যাধুনিক পানীয় জলের মেশিন। উপযুক্ত দেখভালের অভাবে সেগুলি বিকল হয়ে পড়ায় বিগত কয়েক মাস ধরে পানীয় জলের তীব্র সমস্যায় ভুগছেন হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও তার বাড়ির লোকেরা। প্রয়োজনীয় জল নিতে  তাদের ছুটতে হচ্ছে হাসপাতাল চত্বরের বাইরে । পয়সা দিয়েও অনেককে কিনতে হচ্ছে পানীয় জল । এমন সমস্যা থেকে রোগী ও তাদের পরিবারকে বাঁচাতে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবী করছেন সকলে ।
  বালুরঘাট জেলা হাসপাতালে পুরুষ -মহিলা বিভাগ সহ সিসিইউ, ডায়ালিসিস, থ্যালাসেমিয়া  বিভাগের মত গুরুত্বপূর্ণ একাধিক ওয়ার্ড রয়েছে । যেগুলিতে প্রতিদিন শতাধিক রোগী ও তাদের পরিবারের লোকেদের আসা যাওয়া লেগেই রয়েছে । তাদের কথা চিন্তা করেই হাসপাতাল চত্বর জুড়ে অত্যাধুনিক প্রায় ৪টি জলের মেশিন  বসানো হয়েছিল । যেগুলি থেকে ঠান্ডার সময় গরম জল এবং গরমে ঠান্ডা জল পেত সকলেই । কিন্তু দীর্ঘদিন সেগুলির দেখভাল না হওয়ায় সবকটি নষ্ট হয়ে পড়ে রয়েছে । যার দরুন চরম সমস্যায় পড়েছেন রোগী ও তাদের পরিবার।

তপন কবিরাজ নামে এক রোগীর আত্মীয় জানিয়েছেন, হাসপাতালে জলের ব্যবস্থা থাকলে দ্রুত তা নিয়ে যাওয়া যায় । কিন্তু দীর্ঘ দিন সেই সুবিধা বন্ধ হয়েছে । বাধ্য হয়ে বাইরে থেকে জল বয়ে আনতে হচ্ছে। অনেকে আবার জল কিনেই আনছেন।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারের সাথে কথা হয়েছে । দ্রুততার সাথে সমস্যার সমাধান করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here