জমি নিয়ে বিবাদে, কাকার হাতে ভাইপো খুন কুমারগঞ্জে। বাঁশ দিয়ে পিটিয়ে খুন, মনে করছে পুলিশ।
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৯ মার্চ— জমি নিয়ে বিবাদের জেরে ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভোওর গ্রাম পঞ্চায়েতের সীতাহার এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আব্দুল মান্নান (৪৫)। ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। যারা কুমারগঞ্জ ও বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ ফৈজুর আলী মিয়া বাঁশ দিয়ে মারধর করে আব্দুল মান্নানকে। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার দুই ছেলে সহ এক ভাইও। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এদিন আব্দুল মান্নানের বাড়ির সামনে বেড়া দিয়ে ঘিরছিলেন ফৈজুর আলী মিয়া। এলাকায় পড়ে থাকা ৮ শতক জায়গা ঘেরা নিয়েই বিবাদের সুত্রপাত। বেশকিছুদিন ধরেই ওই জায়গা নিয়ে চলছিল কাকা ও ভাইপোর মধ্যে বিবাদ। এদিন সকালে সেই জায়গা ঘিরতেই প্রতিবাদ জানান আব্দুল। যারপরেই ফৈজুর আলী সহ তার ছেলেরা হামলা করে আব্দুলের উপর। অভিযোগ বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌছায় কুমারগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে মুল অভিযুক্ত ফইজুর আলি মিয়া ও তার স্ত্রী সহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতর পরিবার।
মৃতের কাকাতো ভাই উলফাদি হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিবাদ চলছিল। এদিন বাড়ির সামনের জমিতে ঘেরা দেওয়ার প্রতিবাদ করতেই মারধর শুরু হয়। বাশের লাঠির আঘাতে মৃত্যু হয় আব্দুল মান্নানের।
কুমারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের খোজে তদন্ত শুরু করেছে।