হোলির দুপুরে বন্ধুদের সাথে স্নান করতে নেমে আত্রেয়ী তে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের, বালুরঘাটের সাহেব কাছারি এলাকার ঘটনা
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ মার্চ —– হোলির দিন আত্রেয়ীতে ডুবে মৃত্যু এক কিশোরের। রঙ খেলে বন্ধুদের সাথে স্নান করতে নেমেই বিপত্তি। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের খিদিরপুর এলাকার। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম প্রসেনজিৎ সাহা(১৬)। বাড়ি বালুরঘাটের সাহেব কাছাড়ি এলাকায়। সোমবার দুপুরে খিদিরপুর এলাকার আত্রেয়ী নদীতে বন্ধুদের সাথে স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় ওই কিশোর। হোলির রঙ খেলেই বন্ধুদের সাথে নদীতে নেমেছিল সে। সাতার না জানায় মুহুর্তের মধ্যেই জলে তলিয়ে যায় প্রসেনজিৎ। বন্ধুরা ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি প্রসেনজিৎ-কে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন দুপুরের এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে প্রসেনজিৎ এর পরিবারে। বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করে ঘটনার তদন্তে নেমেছে।