শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,২ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কোভিড বিধির নিয়ম পালন করে বসন্ত উৎসব পালন করল একটি নুপুর নিত্য নিকেতন নামে এই সংস্থাটির তরফে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কালদিঘিতে নুপুর নিত্য নিকেতন সংস্থার তরফে বিভিন্ন ধরনের নিত্য, নাচ গানের মাধ্যমে রং এর ব্যবহার না করে ফুল দিয়ে এমন বসন্ত উৎসব পালন করা হয়। সেখানে এলাকার বাসিন্দা থেকে শুরু করে নুপুর নিত্য নিকেতন নৃত্যের প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা অংশগ্রহণ করে সকলকে আনন্দ দিয়েছিলেন। যে অনুষ্ঠান প্রতিবেশীরাও বেশ আনন্দ উপভোগ করেছে।
গঙ্গারামপুর পৌরসভার 18নম্বর ওয়ার্ডের কালদিঘীতে অবস্থিত নুপুর নিত্য নিকেতন নামে এই সংস্থাটি।সেখানে আশপাশের বহু নিত্য শিল্পী নৃত্যের প্রশিক্ষণ নিয়ে বেশ ভালো জায়গায় পৌঁছেছে। এই সংস্থার যিনি কর্ণধার হয়েছেন তিনি সকল ছাত্রীকে নিজের সন্তানের স্নেহে নিত্য প্রশিক্ষণ দেন।
প্রতিবছরের মতো এবছরও নুপুর নিত্য নিকেতন সংস্থার কর্ণধর শিপ্রা সরকারের তরফে তার কালদিঘি নিজস্ব বাসভবনে নৃত্যশিল্পীদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেখানে বহু নৃত্যশিল্পীরা উপস্থিত হয়েছিলেন।নৃত্য শিল্পীদের মাধ্যমে একাধিক নাচ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে নিত্য নিকেতন সংস্থার কর্ণধর শিপ্রা সরকার জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।যা সকলেই আনন্দ উপভোগ করেছে। কোভিদ কোভিদ বিধি মেনে রং এর পরিবর্তে ফুলে ফুল দিয়েই বসন্ত উৎসব পালন করা।
নুপুর নিত্য একাডেমি এক প্রশিক্ষক জানিয়েছেন,প্রতিবছরের মতো এবছরও অন্যরকমভাবে এ দিনটি পালন করা হলো। এতে সকলেই আনন্দিত হয়েছেন।
এলাকার এক প্রতিবেশী এমন অনুষ্ঠানে উপস্থিত থেকে খুশি হয়ে জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দিয়েছিল ফুলের মাধ্যমে বসন্ত উৎসবটি।