শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 9 এপ্রিল দক্ষিণ দিনাজপুর:-মহা ধুমধাম সহকারে গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের শিববাড়িতে ঐতিহাসিক বারণী স্নান ও বিরাট মেলার আয়োজন করা হলো। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পুলিশ প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসীদের মাধ্যমে তৈরি হওয়া মেলা কমিটির মাধ্যমেই এবছরের মেলার আয়োজন করা হয়। মেলা চলবে আগামী বেশ কয়েকদিন ধরেই। যাকে ঘিরে মেলাতে আশা উপস্থিত সকলেই দারুণ খুশি হয়েছেন এ বছর। শিববাড়ি স্থানীয়দের মাধ্যমে কমিটি গঠন করে দিয়ে মেলা পরিচালনা হয় এ দিন মেলায় পূণ্যার্থীদের ভিড়েছিল ভালোই খুশি হয়েছেন সকলেই।
গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের শিববাড়িতে ঐতিহাসিক বারুনী স্নানের মেলা ঠিক কত বছরের তা অনেকেরই অজানা রয়েছে। সারাবছর জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা সেখানকার পুনর্ভবা নদীতে স্নান করার পাশাপাশি বিরাট মেলার এ দিনটি কবে আসবে তার অপেক্ষায় বসে থাকে দর্শনার্থীরা। শিববাড়ি বারণী স্নান ও মেলাকে ঘিরে রয়েছে বানরাজার ইতিহাস বলে সূত্রের খবর। বিগত দিনে শিববাড়িতে বারুণী স্নানের মেলা কয়েকবছর ধরে ঠিকঠাকমতো চললেও গতবছর কবিদের কারণে মেলা বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু নমো নমো করে পুণ্যার্থীরা সেখানে এসে স্নানটা সেরে নেন। বিগত দিনের সমস্যা যেন এবারের শিববাড়িতে বারুনী স্নানের মেলাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত কুমার দাস এর মাধ্যমে ওয়ার্ডের বিশিষ্টজনের সঙ্গে নিয়ে আলোচনা করে মেলা পরিচালনা করার জন্য একটি কমিটি তৈরি করে দেওয়া হয়। সেই কমিটি এখন থেকে প্রতি বছর শিববাড়ি বারণী স্নানের মেলা পরিচালনা করবে বলে খবর। শুক্রবার ভোর থেকে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শিব বাড়িতে বারুণী স্নানের মেলাতে
গঙ্গারামপুর তার আশপাশের ব্লক সহ জেলা বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে দূর-দূরান্তের ভক্তরা এসেও এখানে স্নান করেন শিববাড়ি পুনর্ভবা নদীঘাটে। মেলা কমিটির তরফ এ পুণ্যার্থীদের জন্য জল, থেকে শুরু করে আলো বাতির ব্যবস্থা করে দেওয়া হয় সকল দর্শনার্থীদের সুবিধার জন্য। এবছরও বাইরে থেকে শিববাড়ির স্নানের মেলাতে এসেছে নাগরদোলা, কচি কাচাদের জন্য বহু বিনোদন এর জিনিসপত্র। মেলাতে বসেছে বহু মনোহরি কেনাকাটার দোকানও। স্নান সারার পাশাপাশি দর্শনার্থীরা ঐতিহাসিক বানগরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলাতে কেনাকাটার জন্য ভিড় করতে থাকেন বহু মেলাতে আসা দর্শনার্থীরা। মেলা চলবে কয়েকদিন ধরে।
গঙ্গারামপুর পৌরসভা এলাকা শিববাড়ির বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। তারাই মেলা পরিচালনা করবে। মেলা চলবে কয়েকদিন ধরে।
মেলা কমিটির অন্যতম সদস্য তথা কোষাধক্ষ্য কাল্টু চক্রবর্তী জানিয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। কয়েকদিন ধরে মেলা চলবে। মেলাতে আসা দর্শনার্থীরা আলাদা আনন্দ পাবে।
মেলাতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন, বারণী স্নান ও মেলাতে আনন্দ নিতে পেরে এবছর খুবই ভালো লেগেছে। ধন্যবাদ জানাই মেলা কমিটিকে।
আগামী কয়েকদিন ধরে শিববাড়িতে বা অনুষ্ঠানে মেলা চলবে। মেলাতে আশরা সকলের সুবিধার জন্য থানা প্রশাসনের তরফে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।