শীতল চক্রবর্ত্তী গঙ্গারামপুর ১১ এপ্রিল দক্ষিণ দিনাজপুর:-বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের বেলবাড়ি এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ ,শনিবার রাত্রে আচমকা তৃণমূলের বেশকিছু লোকজন তাদের কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে বিজেপি কর্মীরা বিষয়টি জানার পরে কার্যালয়ের সামনে গেলে চেয়ার সহ বেশ কিছু জিনিসপত্র ভাঙা অবস্থায় তারা দেখতে পায়। ঘটনায় ওই এলাকায় কিছুটা উত্তপ্ত হতেই গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে গঙ্গারামপুর বিজেপি শহর মন্ডল সভাপতি মণিরত্ন সাহা জানিয়েছেন, তৃণমূলের লোকজনেরা তাদের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়।থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
যদিও তৃনমূলের এক কর্মী তাকে ভয় দেখানোর অভিযোগ করেছেন।
যদিও এমন ঘটনার কথা অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস।তিনি পাল্টা অভিযোগ করে বলেন, যারা শান্ত গঙ্গারামপুরকে অশান্ত করতে চাইছে তাদের ছেড়ে কথা বলা হবে না ।
পুলিশের তরফে জানানো হয়েছে ,পুরো বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।