নরেন্দ্র মোদির হাত শক্ত করতে জোড়া ফুলে ভোট দেবার নিদান বিজেপি নেতার, ভরা সভায় সোনা পালের এমন বক্তব্যে হেসে লুটোপুটি খেল সাধারণ মানুষ।

0
631

পিন্টু কুন্ডু  ও শীতল চক্রবর্তী , বালুরঘাট, ১২ এপ্রিল——  বিজেপির ভরা সভায় নরেন্দ্র মোদির হাত শক্ত করতে জোড়াফুলে ভোট দেবার আবেদন শুভাশিষ ওরফে সোনা পালের। সদ্য তৃণমূল ত্যাগী নেতার এমন বক্তব্যে হেসে লুটোপুটি খেলো পথ চলতি সাধারণ মানুষেরা। মুখ চেপেও হাসি থামাতে পারেন নি সভায় উপস্থিত হওয়া নেতা-কর্মীরা। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে বিজেপির  অনুষ্ঠিত সভায় ওই নেতার এমন বক্তব্য কে ঘিরে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ে। যদিও পরক্ষণেই নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন বিজেপি নেতা শুভাশীষ পাল। 
      হরিরামপুর ব্লকে এক সময় নিজের আধিপত্য বিস্তারে অন্যতম দাপুটে নেতা হিসাবে পরিচিত ছিল শুভাশীষ ওরফে সোনা পাল।  কংগ্রেস জামানা থেকে শুরু করে তৃণমূলে থাকাকালীন সময়েও হরিরামপুর তার দখলেই থেকেছে। সম্প্রতি একাধীক দূর্ণীতির অভিযোগে কিছুটা কোনঠাসা হয়ে পড়েন তার নিজের লোকেদের কাছেই। আর যার কারনে তৃণমূল তাকে দল থেকে বহিস্কার করতেও পিছপা হয়নি। যারপরেই বহিস্কৃত ওই নেতা বিজেপির পতাকা তুলে নিয়েছেন। রবিবার রাতে বুনিয়াদপুরে হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার এবং বিজেপিতে যোগদান কর্মসূচিতে অংশ নেন শুভাশিস পাল। যেখানে মঞ্চে দাঁড়িয়ে এক ঝাঁক বিজেপি নেতার উপস্থিতিতে মুখ ফসকে তৃণমূলে ভোট দেওয়ার কথা বলে ফেলেন তিনি। যার পরে খানিকটা অস্বস্তিতে পড়েন খোদ শুভাশিস বাবু নিজেও। আর যে ঘটনা নিয়ে হাসির রোল পড়ে যায় গোটা বুনিয়াদপুর শহরে।    শুভাশিস পাল অবশ্য পরে নিজের ভুল শুধরে নিয়ে জানিয়েছেন, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। তাই অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন সকলের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here