পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৫ এপ্রিল–––– ভোট প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে লেডি হিটলার বলে সম্বোধন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । বৃহস্পতিবার বালুরঘাটের সভা থেকে মমতাকে তীব্র আক্রমন করেন শুভেন্দু । এদিন বালুরঘাট শহরের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শুভেন্দুর সভা ঘিরে প্রচুর জনসমাগম ঘটে । কিন্তু নির্দিষ্ট সময়ের বেশকিছুক্ষণ পরে সভায় হাজির হওয়ায় কর্মীসমর্থকরা অনেকেই তাদের ধৈর্য্য হারিয়ে ফেলেন । এদিনের প্রচার সভায় শুভেন্দুর সাথে হাজির হন অভিনেত্রী পায়েল সরকার ।
অভিনেত্রীর স্বল্প সময়ের বক্তব্যে জেলায় ছয়- শুন্য ডাক দেবার পরেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমনাত্মক মেজাজে মঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারী কে। মাঝে মধ্যেই তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গ সফরকে ঘুরে বেড়ানোর সঙ্গে তুলনা করেন নন্দীগ্রামের লড়াকু নেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । তিনি বলেন, মমতা মানুষের প্রয়োজনে নয়, নিজের প্রয়োজনেই ঘুরতে আসেন উত্তরবঙ্গে । কাঞ্চনজঙ্ঘা থেকে সেবক পাহাড় মিলিয়ে ৩০ টি প্রাসাদ রয়েছে মমতার । তাঁর নিজের জন্যেই শুধুমাত্র ২৬টি হেলিপ্যাড রয়েছে । এসবের জন্য বছরে খরচ হয় ৬ কোটি টাকা বলেও দাবী করেন শুভেন্দু । যা দিয়ে অনায়াসে সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব ।
এদিন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের শুরুতেই শুভেন্দু বলেন, বালুরঘাটের প্রার্থী অশোক লাহেড়ীর নাম প্রস্তাব করেছিলেন খোদ অমিত শাহ । ফলে ভোটে জিতে তিনি শঙ্কর চক্রবর্তী বা তার মতো শুধু ল্যাম্প পোষ্ট হয়ে থাকবেন না । এই সরকারের নীতি নির্ধারক হবেন । ফলে দক্ষিণ দিনাজপুরে ৬-০ করার ডাক দিয়েছেন তিনি । এছাড়াও ইতিমধ্যে যে আসনগুলিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার বেশিরভাগ আসনেই জয়ী হবে বিজেপি বলেও দাবী করেন ওই বিজেপি নেতা । আর ৫০ টি আসন লাগবে তাদের সরকার গঠনের জন্য বলেও এদিন দাবি করেছেন ওই বিজেপি নেতা। যা খুব তাড়াতাড়িই হয়ে যাবে । আগামী মে মাসে বিজেপি সরকার গড়ার পর সাধারণ মানুষের জন্য সস্তার রেশন ব্যবস্থা চালু হবার কথাও তিনি জানিয়েছেন । বিজেপি সরকারে এলে জুন মাস থেকেই ২টাকা কেজি দরে চাল, ১ টাকায় গম, ৩টাকা দরে লবন, ৫ টাকায় চিনি এবং ৩০ টাকায় ডাল পাওয়া যাবে রেশনে বলে দাবী করেন শুভেন্দু অধিকারী ।
জেলাবাসীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কাটমানি আর তোলাবাজ দলকে একটি ভোটও নয়। প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার জন্য রাজ্যে যে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দিয়েছে।
পদ্মফুলে ভোট দিয়ে মোদীজির স্বপ্ন সফল করার পাশাপাশি তৃনমুলের কাটমানি সেন্ডিকেটের দলকে ক্ষমতা থেকে সরিয়ে রাজ্যে সুশান ফিরিয়ে আনার ডাক দিয়েছেন তিনি ।
এদিনের সভায় শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকার ছাড়াও হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলার তিনটি আসনের বিজেপি প্রার্থী সহ অনান্য জেলা নেতৃত্বরা।*****