আশি উর্দ্ধ বয়স্ক পুরুষ ও মহিলা ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার থেকে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রেই প্রতিবন্ধী ও অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাদের ভোট নেওয়া কাজ শুরু করল জেলা নির্বাচন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বুথে বুথে লাইনে দাঁড়িয়ে ভোট না দিতে হয়ে বাড়িতে বসেই ভোটদান করতে পেরে ভীষণ খুশী প্রবীনতম ভোটাররা।
নির্বাচন কমিশনের নির্দেশে আশি বছরের উর্দ্ধে বয়স্ক ভোটারদের এবং শারীরিক প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে ভোট গ্রহন প্রক্রিয়া শুরু করল উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। জেলা রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের নির্দেশ অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রেই শুক্রবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া শুরু হল। মূলত যেসব ভোটাররা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না অর্থাৎ বার্ধক্যজনিত কারন কিংবা শারীরিক প্রতিবন্ধকতার কারনে বুথে গিয়ে ভোটদান করতে পারছে না তাদের জন্যই এই ব্যাবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১২/১৩ টি টিম বের হয়েছে বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহন করানোর জন্য৷ এদিন রায়গঞ্জ বিধানসভার উদয়পুরের বাসিন্দা অশীতিপর নব্বই বছরের বৃদ্ধ রামকানু সরকারের বাড়িতে পৌঁছে যান ভোট কর্মীরা। যথাযথ পরিকাঠামোর মধ্য দিয়ে বাড়িতে নিজের ঘরে বসেই ২০২১ সালের বিধানসভা ভোট দিলেন রামকানু সরকার। এভাবে বাড়িতে বসে ভোট দিতে পেরে খুব ভালো লাগলো বলে জানালেন রামকানু সরকার। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি সেক্টরের দায়িত্বে থাকা সহকারী সেক্টর কিশোর পাল জানালেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আশি বছরের উর্দ্ধে ভোটারদের এবং প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে তাদের ভোটদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।