কোচবিহার:—৪টি বন্দুক,৮টি মেগাজিন ও ২০টি গুলি সহ ৩জন কে গ্রেফতার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল মিঠু হোসেন (২৪) মনিরুল ইসলাম (৩০) মহমদ হক ।এদের মধ্যে মনিরুল ইসলাম বন্দুক সাপ্লায়ার বড় ডিলার বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ।শুক্রবার সংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার দেবাশীষ ধর বলেন, গত ১৩ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে মিঠু হোসেন নামক যুবক কে গ্রেপ্তার করে ।তারা কাছে থেকে বন্দুক ,ম্যাগাজিন সহ গুলি উদ্ধার করে ।তবে এই মিঠু হোসেন শুধু মাত্র এই সমস্ত মাল পৌঁছানোর কাজ করে একটা টাকার বিনিময় ।তাকে জিজ্ঞাসাবাদ করে দিনহাটা বাসিন্দা মনিরুল ইসলাম ও মহমদ হক খোঁজ পাওয়া যায় ।তাদের ২জনকে পরবর্তী গ্রেফতার করা হয় ।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন মনিরুল ইসলাম এই বন্দুক কারবারির বড় ডিলার ।এর আগেও সে এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে ।বিহারের বেগুসারাই থেকে এই সমস্ত জিনিস নিয়ে আসে ।তবে এর পিছনে আর কিকি রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।