রায়গঞ্জ:–করোনার প্রকোপ বাড়ছে, ভয়াবহতার আকার নিচ্ছে করোনার নতুন স্টেইন। ফলে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রায়গঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ সার্জিক্যাল মাস্ক বিতরণ। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে শুক্রবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে রাস্তায় চলাচলকারী পথচারী থেকে শুরু করে টোটো অটোচালক এবং অন্যান্য যানবাহনের যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের সাধারন মানুষ।
৯৭ শতাংশ সুস্থতার পর সাধারন মানুষ সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা ও মাস্ক স্যানিটাইজার ব্যাবহারে কিছুটা ঢিলেমী দিয়েছিল। করোনা ভাইরাস নতুন রূপে আবারও আত্মপ্রকাশ করেছে। ধীরে ধীরে আবারও ভয়াবহতার আকার নিচ্ছে করোনা। তাই সাধারন মানুষকে করোনা নিয়ে সতর্কতা অবলম্বন করতে এবং মাস্কের ব্যাবহার পুনরায় শুরু করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। রায়গঞ্জ ট্রাফিক পুলিশ অফিসার দিলীপ রায়ের নেতৃত্বে পুলিশ কর্মীরা মাস্ক বিতরণ করলেন। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে রাস্তায় চলাচলকারী পথচারী থেকে শুরু করে টোটো চালক অটোচালক ও বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। নিজেদের সচেতন করা এবং অন্যদেরও করোনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এই মাস্ক বিতরণ কর্মসূচি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।