শিলিগুড়ি:-
বৈশাখের দ্বিতীয় দিনে সকাল থেকে রোদের প্রচন্ড দাবদাহে একটু শীতল আশ্রয় নিতে দেখা যায় শিলিগুড়িবাসীকে।দুপুরের পর থেকে রোদের পাশাপাশি হালকা হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মেলে।তিনটা নাগাদ হটাৎ কালো মেঘ ছেয়ে যায়। তারপরই শুরু হয় বৃষ্টি।তারসাথে পড়তে শুরু করে শীল।শীলাবৃষ্টিতে রাস্তা ঘাট সাদা হয়ে যায়।শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায় নি।তবে প্রায় ১৫মিনিট ধরে চলা শিলাবৃষ্টি শিলিগুড়িতে হয়নি বললেই চলে।