জলপাইগুড়ি:- চাঁদার জুলুম জলপাইগুড়িতে! আহত হলেন এক গাড়ির চালক। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের বউবাজার এলাকায়। বিবরণে প্রকাশ, এদিন মন্ডল ঘাট এর বাসিন্দা গাড়িচালক প্রশান্ত বর্মন এক রোগীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করিয়ে ফিরছিলেন। পথে বউবাজার এলাকায় বাসন্তী পুজোর চাঁদা জন্য বেশ কয়েকজন যুবক তাদের গাড়ি আটকায় বলে অভিযোগ। 10 টাকা চাঁদা চাইলেও গাড়ির চালক প্রশান্তর কাছে একটি টাকাও ছিল না বলে জানান। কিন্তু যুবকরা কোন কথা না শুনে তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। তার হাতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।