নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ডাম্পার,মৃত এক ছাত্রী,আহত আরও এক

0
582

আলিপুরদুয়ার:নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতর ঢুকে গেল পাথরবোঝাই ডাম্পার।মৃত্যু হয় এক ছাত্রীর।আহত আরও একজন।মৃতের নাম শুভ্রা বর্মন। বয়স 16।আহত হয়েছে পারুল রায়।এই ঘটনায় তিনটি দোকানও ক্ষতিগ্রস্ত হয় ।

ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার তপসিখাতায়।জানা যায় ডাম্পার এর চালক দিনেরবেলায় মদপান করায়, গাড়িটি চালাচ্ছিল হেলপার। ঘটনার পরই এলাকাবাসীরা গুরুতর আহত পারুল রায়কে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পৌছায়।সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।পুলিশ শুভ্রা বর্মনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।

এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা দিয়ে পাথরবোঝাই ডাম্পারের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটছে।প্রশাসনের হুস নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here