শনিবার রাজ্যের পঞ্চম দফার ভোট গ্রহণ মিটতে না মিটতেই শুরু হয় অশান্তি।

0
371

শিলিগুড়ি:-শনিবার রাজ্যের পঞ্চম দফার ভোট গ্রহণ মিটতে না মিটতেই শুরু হয় অশান্তি।গতকাল রাতের অন্ধকারে ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়াঝাড় সংলগ্ন এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে হটাতেই চড়াও হয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির।পোড়াঝাড় গ্রামের বাসিন্দা বিমল মন্ডল ও এই এলাকার বিজেপির বুথ সভাপতিকে মারধর করার পাশাপাশি বাড়ির মহিলাদের গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।এই বিষয় নিয়ে আজ নিউ জলপাইগুড়ি থানায় বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা।মহিলাদের গায়ে হাত দেওয়ার ঘটনায় শ্রীলতাহানি অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন ডাবগ্রাম ফুলবাড়ী বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী।নিউ জলপাইগুড়ি থানায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব আরও অভিযোগ করে বলেন এই ঘটনায় সম্পূর্ণরূপে পুলিশের মদত রয়েছে।অবিলম্বে দুষ্কৃতীদের করা শাস্তি এবং গ্রেফতারের দাবিতে নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ অবস্থান করে বিজেপির।অপরদিকে
গতকাল রাতে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের পোড়াঝার এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী পঙ্কজ মল্লিকের বাড়িতে হঠাৎ করে কিছু দুষ্কৃতী তার বাড়িতে ঢিল মারে বলে অভিযোগ উঠেছে।ঢিল এর আওয়াজ পেয়ে ঘর থেকে বাইরে বের হন তিনি।এর পারে তিনি দেখতে পান বেশ কিছু বিজেপি কর্মী তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।পঙ্কজ মল্লিক দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের সাথে কথা বলতে গেলে সেই কর্মীরা তাকে নানান হুমকি দেয় বলে অভিযোগ তৃণমূল কর্মী পঙ্কজ মল্লিকের।এরপর দুই পক্ষের মধ্যে হয় বচচা কথা কাটাকাটি।শনিবার রাতে ওই এলাকায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।দুই দলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলেও উঠেছে অভিযোগ।জোর করা হয়েছে নির্বাচনী কার্যালয়ে বলেও অভিযোগ করেছে তৃণমূল বিজেপি দু’পক্ষই।এরপর রবিবার সকালে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী দলবল নিয়ে পোড়াঝার এলাকায় আসেন এবং এলাকার মানুষ কে হুমকি দেন বলে বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেস।শিখা চ্যাটার্জী ও তার দলবল এলাকার মহিলাদের ধমকান এবং মোবাইল দিয়ে ফটো তুলে নিয়ে যান বলে অভিযোগ তুলেছেন ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।আজ সকালে এ ঘটনা ঘটার পর এলাকাবাসীরা খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা খবর দেন ডাব গ্রাম ফুলবাড়ীর তৃণমূল প্রার্থী গৌতম দেবকে।এই অশান্তির খবর পেয়ে পোড়াঝার এলাকায় ছুটে আসেন গৌতম দেব।তিনি এসে এলাকার লোকের সাথে কথা বলেন।সব কথা শুনার পারে গৌতম দেব বলেন শিখা চ্যাটার্জীর নামে একটা আভিযোগ দায়ের করা হবে।গৌতম বাবু বলেন শিক্ষা চ্যাটার্জি গুন্ডা বাহিনী নিয়ে এসে এলাকায় অশান্তি ছড়িয়েছে।অপরদিকে শিক্ষা চ্যাটার্জী বলেছেন অশান্তি ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here