তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে থেকেই বালুরঘাটে নির্বাচনী প্রচার ঝড় অমিত শাহর, বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীর হয়ে রোড শো শহরে

0
580

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯ এপ্রিল–––– তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে থেকেই বালুরঘাটে নির্বাচনী প্রচার ঝড় তুললেন অমিত শাহ। বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীর হয়ে রোড শো শহরজুড়ে। উপচে পড়লো সাধারণ মানুষের ভিড়। অবরুদ্ধ হল বালুরঘাট শহর। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আসনের প্রার্থী অশোক লাহিড়ীর হয়ে ভোট প্রচারে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কড়া নিরাপত্তা বেষ্টনীতে হেলিকপ্টার করে কালিয়াগঞ্জ থেকে জেলায় পৌছান তিনি । সেখান থেকে গাড়িতে করে বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছে নির্বাচনী প্রচার রথে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী । যেখান থেকে সাধনা মোড় পর্যন্ত একটি বিশাল র‍্যালি করেন অমিত শাহ । প্রার্থী অশোক লাহিড়ী ও সাংসদ কে সঙ্গে নিয়ে শহর পরিক্রমা করেন  অমিত শাহ । এদিন প্রচার রথে উঠে শহরবাসীর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে প্রথমেই রাজ্যে ক্ষমতায় থাকা ১০ বছরের এই তৃণমূল সরকারকে উৎখাত করবার ডাক দেন তিনি । দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ওই রোড শো কে ঘিরে এদিন রাস্তার দুই ধারে প্রচুর মানুষের জনসমাগম ঘটে। প্রায় কুড়ি মিনিটের ওই রোড শো তে একদিকে যেমন কর্মীসমর্থকরা ফুল ছিটিয়ে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে, তেমনি গোলাপের পাপড়ি ছিটিয়ে জনসাধারণ কেও অভিনন্দন জানাতে দেখা যায় অমিত শাহকে । এদিন প্রায় কুড়ি মিনিটের মিছিল শেষ করে ফের হেলিকপ্টারে করে ফিরে যান তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here