বংশিহারি থানার ডিটলে পথ দূর্ঘটনায় মৃত্যুর হল ২ জনের।

0
846

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর হাজার ১৯এপ্রিল দক্ষিণ দিনাজপুর:-পথ দুর্ঘটনায় ঘটনা স্থলেই মৃত্যু হলো দুই যুবকের।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ডিটোল এলাকার ৫১২নম্বর জাতীয় সড়কের উপরে।জানা গিয়েছে পিকাপ ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সজোরে সংঘর্ষ হওয়ায় মোটর বাইকে থাকা দুই যুবক ঘটনার স্থলেই মৃত্যু হয়।
পুলিশ জানাই,মৃতরা হলেন ,মিলন প্রামানিক (25) রাম পাড়া চেঁচরা


হায়দার আলী ( আমিনপুর) (26) ।দুজনেই টাওয়ারের কাজ করতো। গঙ্গারামপুর থেকে
কাজ করে আসার সময় ডিটলে প্রথমেই স্টেট এর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় তারা। তার পিছনদিকে পিকআপ ভ্যান নিচে পড়ে যায় সেখানে মারা যায় বলে এলাকাবাসী জানিয়েছেন।
ঘটনা খবর পাওয়ার পরেই এলাকার বাসিন্দারা যেমন ছুটে আসে তেমনি থানা পুলিশও ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here