আবার কল সেন্টারে হানা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় শালুগাড়াতে একটি কল সেন্টারে হানা দিল পুলিশ।

0
312

শিলিগুড়ি:-আবার কল সেন্টারে হানা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় শালুগাড়াতে একটি কল সেন্টারে হানা দিল পুলিশ।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কল সেন্টারের বিরুদ্ধে বেশ কিছু প্রতারণার অভিযোগ রয়েছে।অবৈধ ওই কল সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।উদ্ধার করা হয়েছে প্রচুর কম্পিউটার এবং হার্ডডিস্ক সহ বেশ কিছু সরঞ্জাম। শিলিগুড়িতে সক্রিয় রয়েছে অবৈধ কল সেন্টার,এমন অভিযোগ এর আগে বেশ কয়েকবার উঠেছে,কেবলমাত্র শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নয়,ভিন রাজ্যের পুলিশ ও শিলিগুড়ি এসে কল সেন্টারে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।মাঝে থমকে গিয়েছিল কল সেন্টারের কারবার,পুনরায় শুরু হয়েছে এই কল সেন্টারের অবৈধ রমরমা ব্যবসা।সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ শালুগাড়ার একটি বহুতল বিল্ডিং এর এই কল সেন্টারে হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করে।অভিযুক্তদের নাম আমজাদ হোসেন এবং সুলেমান হোসেন।ধৃত দুজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here