ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল জলপাইগুড়ির যুবক মৈনাক মিশ্রের।

0
411

জলপাইগুড়ি:- ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল জলপাইগুড়ির যুবক মৈনাক মিশ্রের। মৈনাকের বাড়ি জলপাইগুড়ি পান্ডা পাড়া এলাকায়। স্বাভাবিকভাবে ভাবে এই অ্যাচিভমেন্ট খুশি পরিবারের সকল সদস্যরা। কাঠের গুঁড়ো ও আঠা মিশিয়ে খুব ক্ষুদ্র আকারের বিভিন্ন দেবদেবীর মূর্তি বানিয়ে এই স্বীকৃতি বলে জানান মৈনাক। প্রতিটি মূর্তির দৈর্ঘ্য এক থেকে দুই সেন্টিমিটার মধ্যে। মৈনাকের মা মিতা মিশ্র বলেন, তারা খুবই খুশি ছেলেরে কৃতিত্বে। তিনি বলেন, দীর্ঘদিন থেকেই ছেলে এসব কিছুর উপরে কাজ করছে। তাই এই এচিভমেন্ট-এ তারাও খুব খুশি।

ছেলের শিল্পকলার এ পথ বেছে নেওয়াটা তারা পরিবারের পক্ষ থেকে সমর্থন করছেন বলে জানান তিনি। অন্যদিকে জলপাইগুড়ি ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকেও সম্বর্ধনা দেওয়া হয় মৈনাককে। ডি ওয়াই এফ আইয়ের জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, মৈনাক পরিশ্রম করে এরকম একটি রেকর্ড তৈরি করেছে। আমরা ছোট্ট করে তাকে এদিন সম্বর্ধনা দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here