এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার 2নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টটপাড়া গ্রামে।

0
427

আলিপুরদুয়ার :- এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার 2নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টটপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বেলা একটা থেকে নিখোঁজ রয়েছেন ওই গৃহবধূ ।‌ গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে মহিলার বাপের বাড়ির লোকজন ।ঘটনার খবর পেয়ে আজ সকালে গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা উপিস্থিত হন মেয়ের শশুর বাড়িতে ।তাদের দেখতে পেয়ে তৎক্ষণাৎ গা-ঢাকা দেন বাড়ির সকলেই। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন বছর আগে সামাজিকভাবেই মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর শিবকাটা গ্রামের মনিরুল মিয়ার সাথে বিয়ে হয়েছিল নিখোঁজ গৃহ বধূ আলিম খাতুনের বিষয়টি জানতে পেরে শামুকতলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সাহা পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। উৎসুক জনতা ভিড় জমায় এলাকায় ।বাড়ি থেকে পালিয়েও শেষ রক্ষা হয়নি মহিলার স্বামী ও শশুরের । পুলিশ এক ঘণ্টার মধ্যেই গৃহবধূর স্বামী এবং শ্বশুরকে আটক করেন ।গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়েছেন শামুকতলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সাহা। ‌ গৃহবধূর দাদা অভিযোগ করেন তার বোনকে মেরে তার দেহ গায়েব করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here