ইটাহার — এক মারুতি গাড়ি থেকে বিজেপি-র তিন দুস্কৃতি সহ দুটি বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের গোটবাড়ি মোর এলাকায়। এদিন একটি মারুতি গাড়িতে করে চালক সহ দুই যুবক গোটবাড়ি এলাকায় গেলে এলাকার বাসিন্দারা ও এলাকার তৃনমূল কংগ্রেস নেতৃত্ব আসলাম আলির নজরে পরলে গাড়ি আটক করতে গেলে চালক মোর্তুজ আলি পালিয়ে গেলেও কাজল শেখ ও আব্দুল হানিফকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। তারা দেখেন গাড়িতে দুটো হাত বোমা রয়েছে তারপর ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্ত দের মারধর ও মারুতি গাড়িটি ভাংচুর করে বলে জানা গিয়েছে।
তৃনমূল কংগ্রেস নেতৃত্ব আসলাম আলী বলেন, এই বিজেপির দুস্কৃতীরা এর আগেও ইটাহারে আমাদের কর্মিদের বাড়িতে বোমা মারে তাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই দুষ্কৃতীদের। যদিও তৃনমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলে জানান ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু। তিনি বলেন এটি তৃনমূলের একটি নাটক। ঘটনাটি যদি রাত্রি দেরটা নাগাদ ঘটে থাকে তাহলে তৃনমূলের আসলাম আলি ও তার অনুগামীরা এতো রাতে কি করছিল? আসলাম আলির ওখানে থাকার কথা নয়, ওনার বাড়ি রায়গঞ্জ ফলে নিজেরাই ঘটনাটি ঘটিয়ে তিনটি মুসলিম যুবককে মিথ্যা অভিযোগে ফাসিয়ে দিল। বিজেপি কখনো বোমা নিয়ে রাজনীতি করে না, বিজেপি অনেক ভোট বেড়ে যাওয়ার কারনে তারা হেরে গেছে বলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তৃনমূলের দুস্কৃতীদের দ্বারা আমাদের বিজেপি কর্মিদের মারধর খেতে হচ্ছে বিভিন্ন এলাকায়। তবে যতই ভয় দেখাক আমরাই জিতছি। যদিও ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ অভিযুক্তদের আটক করে আনলেও, মঙ্গলবার দুপুর নাগাদ বোমা উদ্ধার ও মারুতি গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে ইটাহার থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে অভিযুক্ত যুবকদের বাড়ি ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে দুই জনের ও সুরুন দুই অঞ্চলে বাড়ি এক জনের।