পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২০ এপ্রিল–––– দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও নেতৃত্বের দেখা না পেয়ে হতাশ বিজেপির কর্মীসমর্থকরা। দক্ষিন দিনাজপুরে অনুষ্ঠান বাতিল জেপি নাড্ডা ও বাবুল সুপ্রিয়র। মনোবল বাড়াতে প্রার্থী বুধরাই টুডু কে নিয়ে জমকালো রোড শো বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। মঙ্গলবার তপন বিধানসভার অন্তর্গত পতিরামে বিজেপির এমন রোড শো কে ঘিরে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট – গাজোল ৫১২ নম্বর জাতীয় সড়ক। যদিও পরে পতিরাম থানার পুলিশের হস্তক্ষেপে দ্রুততার সাথে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার প্রার্থী বুধরাই টুডুর হয়ে এদিন নির্বাচনী প্রচারে আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার । সঙ্গে প্রচারে থাকতেন বাবুল সুপ্রিয় নিজেও । কিন্তু কোন এক অজ্ঞাত কারণে দুজনের সভা বাতিল হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে একপ্রকার হতাশ হন কর্মীসমর্থকরা। আর এমন ঘটনায় কিছুটা হতাশ হয়েছেন তপন বিধানসভার অন্তর্গত পতিরাম এলাকার বাসিন্দারাও ।
উল্লেখ্য, সোমবার তপন বিধানসভার পতিরাম এলাকাতেই এক অজ্ঞাত কারনে বাতিল হয়েছিল তৃণমূল প্রার্থীর সমর্থনে আসা অভিনেতা দেবের নির্বাচনী সভা। যার কারনে একপ্রকার হতাশ হয়েছিলেন তৃণমূল নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও। আর এদিন বিজেপির ওই দুই হেভিওয়েট নেতার রোড শো বাতিল হয়ে যাওয়ায় হতাশা তৈরি হয় বিজেপির নেতা কর্মীদের মধ্যেও। যদিও সেই কর্মীদের মনোবল বাড়াতে বিজেপি প্রার্থী বুধরাই টুডুকে রথে চড়িয়ে জমকালো প্রচার সারেন সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, বিশেষ কারণে পতিরামের সভা বাতিল হয়েছে ।