আলিপুরদুয়ার :পশ্চিমবঙ্গ সংলগ্ন অসমের গোসাইগাঁওয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার ।
অসমের গোসাইগাঁওয়ের শ্রীরামপুরে পুলিশ
অভিযান চালিয়ে ৩১নং সি জাতীয় সড়ক থেকে একটি ট্রাক আটক করে ,এবং
ট্রাকটি থেকে ১০৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়
গাঁজা গুলির বাজার মূল্য এক কোটি টাকারও বেশি।
ট্র্যাকটি পশ্চিমবঙ্গের ছিল বলে জানাগিয়েছে গাড়িটি নম্বর ছিল: – WB41E -6342 ::
ঘটনার দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ