বৃদ্ধার গলার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্য জলপাইগুড়িতে।

0
350

জলপাইগুড়ি:- বৃদ্ধার গলার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্য জলপাইগুড়িতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন এলাকায়। বিবরণে প্রকাশ, এদিন শহর সংলগ্ন ও জমিদার পাড়া এলাকার বৃদ্ধা ননী বালা বিশ্বাস সদর হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে। কোন ভাবে এক প্রতারকের চক্করে পড়ে যান তিনি বলে খবর। সেই ব্যক্তি তাকে টোটোতে তোলে এবং সুযোগ বুঝে বৃদ্ধার গলা থেকে একটি সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বৃদ্ধার বৌমা রীতা রানী বিশ্বাস জানান, তিনি ভালো চোখে দেখতে পান না। বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তার। কিন্তু দিনেদুপুরে এভাবে গলা থেকে সোনার হার চুরিতে স্বাভাবিকভাবেই হতবাক তারা। এনিয়ে এদিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে উপস্থিত হন তাঁরা। ঘটনা শোনা মাত্রই পুলিশ অভিযানে নামে। তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here