পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ এপ্রিল––– বালুরঘাটে নির্বাচনী প্রচারে এসে করোনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্তের সমর্থনে সভা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন শহরের টাউনক্লাব মাঠে অনুষ্ঠিত ওই সভায় দাঁড়িয়ে মমতা বলেন, করোনার প্রথম ঢেউ চলে গিয়েছে । কিন্তু বর্তমানে করোনার যে প্রকোপ তা ‘মোদী মেড ডিজাস্টার’ । এটা ম্যান মেড ডিজাস্টার নয়, এটা মোদী মেড ডিজাস্টার । গভমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার । ইট ইস নট দ্যাট ম্যান মেড ডিজাস্টার । মুখ্যমন্ত্রী আরো বলেন, আগে এতপরিমান করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি । কেন্দ্র সরকার বলেছে করোনা চলে গিয়েছে । কিন্তু এখন যে পরিমানে সংখ্যাটা বাড়ছে, তার জন্য দায়ী বিজেপি সরকার । প্রতিদিন লক্ষ লক্ষ লোক বাইরে থেকে এনে যে ভোটের প্রচার করা হচ্ছে তাতেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । বহিরাগতরা গুন্ডামি করছে আর রোগ ছড়াচ্ছে এরাজ্যে এসে। এখন সেফ হাউজের সংখ্যাও কমে গিয়েছে । কেননা কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কর্মীরা অনেক জায়গা দখল করে নিয়েছে । ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ।
বুধবার পৌনে বারোটা নাগাদ মুখ্য মন্ত্রী নামেন হেলিকপ্টার থেকে। হুইল চেয়ার নিয়েই মঞ্চে ওঠেন মমতা । যেখানে প্রথমেই কবি শঙ্খ ঘোষের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করেন । রাজ্য সরকার তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানাবেন বলেও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যারপরেই রাজ্যে করোনা নিয়ে আক্রমনাত্মক মেজাজে দেখা যায় মমতাকে। তিনি বলেন, করোনা চলে গিয়েছে সেটা কেন্দ্রই বলেছিল। কিন্তু দ্বিতীয় বার বহু পরিমানে বাড়ছে। ভোটের জন্য লক্ষ লক্ষ বহিরাগতদের রাজ্যে নিয়ে আসছে বিজেপি। যারাই গুন্ডামি করছে আর রোগ ছড়াচ্ছে। মোদি এখন করোনা জনগনের উপর চাপিয়ে দিতে চাইছে। এটা ম্যান মেড ডিজাস্টার নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার। তিনি আরো বলেন, সারাদেশে ওষুধ নেই। অথচ দেশের উৎপাদিত ওষুধের ৬৫ শতাংশ বিদেশে পাঠিয়েছেন তিনি।
Home বাংলা উত্তর বাংলা “করোনা ম্যানমেড নয়, মোদি মেড ডিজাস্টার” বালুরঘাটে নির্বাচনী প্রচারে এসে বিস্ফোরক মমতা...