পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২ এপ্রিল— গমের নাড়ার আগুনে পুড়লো অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। ভোটের আগে ফাঁকা মাঠে রহস্যেমোড়া পোড়া মাথার খুলি উদ্ধার। মহিলার চুল ও হাতের চুরি উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রামপঞ্চায়েতের ভবানীপুর গ্রামের ঘটনা। ঘটনা স্থলের পাশেই পোড়া গমের নাড়া উদ্ধার হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, দুষ্কৃতীরা কোন মহিলার সাথে অপকর্ম ও খুন করে গ্রামের ফাঁকা জমিতে পুড়িয়ে দেহ লোপাট করেছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাথার খুলি সহ অন্যান্য জিনিসগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিস।
এলাকার বাসিন্দা আনন্দ বর্মন ও মাধব ওরাও রা বলেন, দেখে মনে হচ্ছে কয়েকদিন আগের ঘটনা। হাতের চুড়ি, চুল দেখে মহিলার দেহই মনে হচ্ছে। ফাকা নির্জন জায়গায় কেউ কোন অপকর্ম করে প্রমান লোপাটের জন্য এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের অনুমান। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।