পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ এপ্রিল¬¬¬––– বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে গণধর্ষণে সাজাপ্রাপ্ত আসামীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রের খবর মৃত আসামীর নাম প্রসেনজিৎ কুন্ডু। সূত্রের খবর, ২০১৬ সালের ৭-ই জানুয়ারি বালুরঘাটের তালতলা এলাকায় একটি গণধর্ষণের ঘটনায় দোষী সাজা প্রাপ্ত আসামী হিসাবে বালুরঘাট সংশোধনাগারে বন্দী ছিলেন প্রসেনঞ্জিৎ। যদিও এদিন মৃত্যুর খবর বালুরঘাট সংশোধনাগারের পক্ষ থেকে তার পরিবারকে দেওয়া হয়নি বলে অভিযোগ। মৃত আসামী প্রসেনজিৎ কুন্ডু-র দাদা অভিজিৎ কুন্ডু বলেন, কি ঘটেছিল আমরা জানি না, শুনেছি হাসপাতালে নিয়ে এসেছিল, তারপর খবর পেলাম মারা গেছে। কারা দপ্তরের এ.ডি.জি পীযুষ পান্ডে জানান, সংশোধনাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে আসামীর পরিবারকে জানানোর একটি পদ্ধতি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
Home বাংলা উত্তর বাংলা গণধর্ষণে সাজাপ্রাপ্ত আসামীর রহস্য মৃত্যু বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে, তদন্তে পুলিশ