গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীর গ্রাম পঞ্চায়েতের কসবা ৩৭/ ২১৩ নম্বর বুথে বেহাল রাস্তা বহুদিন সারাই না হওয়ায় ভোট কমীদের বুথে যেতে বাধা দিয়ে ভোট বয়কট করে আন্দোলনে নামল এলাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরে প্রাসনের হস্তক্ষেপে মিটল সমস্যা।

0
395

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 25 মে দক্ষিণ দিনাজপুর –  গ্রামে বেহাল রাস্তা থাকায়  ভোটের ঠিক আগের দিন রাতে  রাস্তা কেটে ভোট কর্মীদের সেখানে যেতে বাধা দিয়ে ভোট বয়কটের হুশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখলো গ্রামবাসীরা।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীর গ্রাম পঞ্চায়েতের কসবা ৩৭/ ২১৩ নম্বর বুথে।গ্রাম বাসীদের অভিযোগ, বহুবার বলার পরেও তাদের রাস্তা হয় না বলে অভিযোগ তাদের।সমস্যার কথা মাথায় রেখে রবিবার রাস্তা কেটে ভোট বয়কটের হুশিয়ারি দেন গ্রামবাসীরা বলে খবর ।এদিন সকাল থেকেই এলাকায় বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।পড়ে প্রশাসনিক প্রতিশ্রুতি পেয়ে  বেশ কয়েক ঘণ্টা পরে  বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।


গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীর গ্রাম পঞ্চায়েতের কসবা ৩৭/ ২১৩ নম্বর বুথে 1000উপরে ভোটার রয়েছে।এলাকার গ্রামবাসীদের অভিযোগ ,এই রাস্তাটি বাম আমাল থেকেই বেহাল অবস্থায় পরে রয়েছে।এলাকার মানুষজন কৃষিজীবি কাজের সঙ্গে যুক্ত।এলাকার আশপাশে রয়েছে বহু দরকারি পরিষেবাও।এই রাস্তাটি বেহাল হয়ে পরে থাকার কারণেই এলাকাবাসীদের সমস্যার শেষ নেই বলে দাবি তাদের।   গ্রামবাসী  সুপেন রায়, ছবি রায়,রঞ্জিত রায়েরা করে বলেন, সমস্যার কথা মাথায় রেখে রবিবার রাস্তা কেটে ভোট বয়কটের হুশিয়ারি দেওয়া হয়েছে গ্রামবাসীদের তরফে। 

   এমন ঘটনার খবর পাবার পরে ওই বুথে ভোট কর্মীরা সেখানে আসলেও রাস্তা কেটে দেবার কারনে বহু সময় পরে ব্লক প্রশাসনের তরফে দ্রুত রাস্তা তৈরি করার আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীর তাদের আন্দোলন তুলে নেয়।

 এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here