ভোট পরবর্তী সন্ত্রাসের বলি এক বিজেপি কর্মী । গুলিবিদ্ধ হয় দিনহাটা হাসপাতাল শীতলকুচি বিধানসভার বিজেপি কর্মী মানীক মৈত্র মৃত্যু ।

0
523

কোচবিহার :-ভোট পরবর্তী সন্ত্রাসের বলি এক বিজেপি কর্মী । গুলিবিদ্ধ হয় দিনহাটা হাসপাতাল শীতলকুচি বিধানসভার বিজেপি কর্মী মানীক মৈত্র মৃত্যু ।অভিযোগ, শীতলকুচি বিধানসভা লালবাজার এলাকার বিজেপি কর্মী মানিক মৈত্র গুলি করা হয় । দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। এছাড়াও বাড়ি ভাঙচুর থেকে শুরু করে আহত অবস্থায় চারজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে । একের পর এক দুজে বাড়িঘর ভাঙচুর শীতলকুচি বিধানসভা কেন্দ্রে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here