উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর কর্নজোড়া মাইন গেটে একই রাতে পর পর চারটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0
513

রায়গঞ্জ:-উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর কর্নজোড়া মাইন গেটে একই রাতে পর পর চারটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্নজোড়া পুলিশ ফাঁড়ি থেকে ২০০ গজ দূরে একাধিকবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ গ্রহন না করায় ব্যাবসায়ী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কর্নজোড়া পুলিশ ফাঁড়ির আই সি জানান, খবর পেয়ে পুলিশ সেখানে পৌছেছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর রায়গঞ্জ কর্নজোড়ায়।রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক কর্নজোড়ায় রাস্তার দুধারে একাধিক দোকানপাট রয়েছে। জেলা সদর দপ্তর কর্নজোড়া হবার সুবাদে সেখানে লকডাউন পুরোপুরি কার্যকরি হয়।একদিকে লকডাউন অন্যদিকে গতকাল অধিকরাতে রায়গঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়।অভিযোগ দুস্কৃতিরা সেই সুযোগকে কাজে লাগিয়ে পরপর চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। আজ সকালে দোকানদাররা ঘটনাটি দেখতে পান। কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সঞ্জীব ভাওয়ালের অভিযোগ জেলা প্রশাসনের নাকের ডগায় এই দোকানপাট থাকলেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটছে।পুলিশ এখন পর্যন্ত কোন চুরির কিনারা করতে পারে নি।আজকের চুরির ঘটনা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।পুলিশের তৎপরতা খুব বেশী না থাকায় তারা হতাশ। লকডাউনের সময় তাদের দোকানের সম্পত্তি নষ্ট হওয়ায় তারা চরম সমস্যার মুখে দাঁড়ালেন। কর্নজোড়া পুলিশ ফাঁড়ির আই সি জানান, চুরির ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে পৌছেছে।পুলিশের কাছে এখনও কোন অভিযোগ দায়ের হয় নি।পুলিশ অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ গ্রহন করবেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here