হরিরামপুর ব্লকের বৈরহাট্ট গ্ৰাম পঞ্চায়েতের ঝানজারি পাড়া সহ দুস্থ মানুষজনদের পাশে মন্ত্রীর প্রতিনিধি কোভিডের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

0
421

   শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ২৯ মে দক্ষিণ দিনাজপুর:-কোভিড পরিস্থিতির মধ্যে বিধানসভা এলাকার দুস্থ মানুষজনদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মন্ত্রীর প্রতিনিধি তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা। শনিবার জানুয়ারী পাড়া এলাকায় প্রায় বহু মানুষজনদের হাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে দেন হরিরামপুরের বিধায়ক তথা মন্ত্রী বিপ্লব মিত্রের প্রতিনিধি জেলা তৃণমূলের অন্যতম নেতা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র। এদিন তিনি জানালেন, যেভাবে হরিরামপুর বিধানসভা এলাকার মানুষজন জেলার অভিভাবককে ভোট দিয়ে জিতিয়েছেন বিপুল ভোটে তাই এমন সময়ে মানুষজনদের পাশে দাঁড়িয়েছেন তিনি। যা আগামী দিনেও এমন কাজ এই বিধানসভা সহ বিভিন্ন এলাকায় করা হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।   

                            শনিবার সকালে হরিরামপুর  ব্লকের বৈরহাট্ট গ্ৰাম পঞ্চায়েতের ঝানজারি পাড়া সহ কসবার বিভিন্ন এলাকায় করোনা প্রতিমার এর জন্য দুস্থ অসহায় মানুষজনদের মধ্যে খাদ্য সামগ্রী দিয়ে মানুষজনদের পাশে দাঁড়ানো হয় হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বিপ্লব মিত্রের প্রতিনিধি হয়ে জেলা তৃণমূল নেতা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র। প্রশান্ত মিত্রের হাত দিয়ে শুরু হয় 100 টি পরিবারের লোকজনদের হাতে, চাল ,ডাল ,আলু ,সোয়াবিন, তেল, ফল ,মাস্ক,স্যানিটাইজার বিলি করা হয়।            

         অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোজিৎ দাস, ব্লক তৃণমূল নেতা তাজমুল হক, হরিরামপুর পঞ্চায়েত সমিতির নারী ও শিশুকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ আরজান বানু, তৃণমূল নেতা মিজানুর রহমান, দুর্গা সরেন সহ আরো অনেকেই। মন্ত্রীর প্রতিনিধি তথা জেলা তৃণমূল নেতা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন, যেভাবে হরিরামপুর বিধানসভা এলাকার মানুষজন জেলার অভিভাবককে ভোট দিয়ে জিতিয়েছেন বিপুল ভোটে তাই এমন সময়ে মানুষজনদের পাশে দাঁড়িয়েছেন তিনি। যা আগামী দিনেও এমন কাজ এই বিধানসভা সহ বিভিন্ন এলাকায় করা হবে। আমরা সব সময় আছি সকলের পাশে। 

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here