পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৭ জুন––– চিকিৎসা পরিষেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে এন্ডস্কোপ কলকাতায় ফেরত পাঠানোর প্রতিবাদে আন্দোলনে নামল আম আদমি পার্টি । সোমবার ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে সংগঠনের তরফে । আগামীতে বিষয়টি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতাল সুপারের কাছেও ডেপুটেশন দেওয়া হবে তাদের তরফে বলেও দাবী করা হয় ।
সংগঠনের দাবী, অবিলম্বে বালুরঘাট থেকে এন্ডোস্কোপ কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করতে হবে । ভবিষ্যতে জেলার হাসপাতালকে বঞ্চিত করে কোন প্রকার মেডিক্যাল যন্ত্রাদি অন্যত্র পাঠানো যাবে না । এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে অতিদ্রুত ওই পরিষেবা শুরু করতে হবে । এই সব দাবী না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কর্মকর্তা ।
সংগঠনের তরফে মৃত্যুঞ্জয় বসাক বলেন, এদিন জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে । আগামীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারের কাছেও নালিশ করবেন । জেলা বাসীর স্বার্থে তাদের আন্দোলন চলতেই থাকবে ।
Home বাংলা উত্তর বাংলা পরিষেবা চালু না করায় বালুরঘাট হাসপাতাল থেকে ফেরত যাচ্ছে এন্ডস্কোপ মেশিন, জেলাশাসককে...