এলাকায় হাতিটি বুড়ি নামেই পরিচিত।বাস তার বক্সার জঙ্গলে ।সেই বুড়ি হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হলো তুরতুরি এলাকার বেশ কয়েকটি পরিবার ।

0
342

আলিপুরদুয়ার :- এলাকায় হাতিটি বুড়ি নামেই পরিচিত।বাস তার বক্সার জঙ্গলে ।সেই বুড়ি হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হলো তুরতুরি এলাকার বেশ কয়েকটি পরিবার । প্রতিনিয়তই হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার সাধারণ মানুষেরা । আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকার তুরতুরি বেলতলা বিশ্বাস পাড়ায় গতরাতে ও মঙ্গলবার সকালে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হলো বেশ কয়েকটি পরিবার। বিছনতলা থেকে শুরু করে সুপারি গাছ ভেঙে নষ্ট করা, এমনকি রান্নাঘর ভেঙে খেয়ে গেছে মজুদ রাখা ধান ।যদিও স্থানীয় মানুষের উদ্যোগে হাতিটিকে তাড়াতে সমর্থ হন তুরতুরি বেলতলা এলাকার বিশ্বাস পাড়ার বাসিন্দারা ।কিন্তু ঘটনাস্থলে কোন বন কর্মীকে পাওয়া যায়নি। সোমবার রাত তিনটা নাগাদ বেলতলা বিশ্বাস পাড়ার সুকুমার বিশ্বাস এর ঘর ভেঙে দেয় হাতিটি। এবং সকাল 7 টা পর্যন্ত দাপিয়ে বেড়ায় এলাকায় বয়স্ক এই বুড়ি নামক হাতিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here