মাধ্যমিক পরীক্ষা হবে না । বিষয়টি মেনে নিতে পারলো না। আত্মঘাতী দিনহাটা গোপালনগর হাই স্কুলের কৃতী ছাত্রী বর্নালী বর্মন ।

0
498

কোচবিহার :-মাধ্যমিক পরীক্ষা হবে না । বিষয়টি মেনে নিতে পারলো না। আত্মঘাতী দিনহাটা গোপালনগর হাই স্কুলের কৃতী ছাত্রী বর্নালী বর্মন । পিতা সারদা বর্মন । বাড়ি দিনহাটা আমবাড়ি গ্রাম পঞ্চায়েত ছোট আটিয়াবাড়ী এলাকায় । গতকাল রাতের ঘটনা । পরিবারের দাবি মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়া মেনে নিতে পেরেই এই ঘটনা ।দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here