পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ আগষ্ট— ভাঙ্গন রুখতে তৎপর রাজ্য সরকার, বালুরঘাটে চারটি সুইচ গেট উদ্বোধন করতে এসে বললেন সেচ, জলপথ দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ওই সুইচ গেট উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক আয়েশা রাণি , বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হরিপদ সাহা, কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রেখা রায় এবং সেচ ও জলপথ দপ্তরের দক্ষিণ দিনানপুর জেলার মুখ্য বাস্তুকার শ্যাম ব্যানার্জী প্রমুখ।
দপ্তর সূত্রে খবর, ২.৯৬ কোটি টাকা খরচ করে সেচ ও জলপথ দপ্তর বালুরঘাটের চারটি জায়গায় যথাক্রমে নিমতলি, বি.টি. পার্ক, চকভবানী, মধুবন এলাকায় এই সুইচ গেটগুলি নির্মাণ করেছে। এর ফলে বালুরঘাটের ৭টি ওয়ার্ডের ৩২ হাজার মানুষ উপকৃত হবে। জেলা শাসক আয়েশা রানী বলেন, এটি জেলা ও রাজ্যের উন্নয়নের ধারার অঙ্গ। সেচ ও জলপথ দপ্তরের উদ্যোগে বালুরঘাটে নির্মাণ হতে চলেছে চেক ড্যাম। চেক ড্যাম নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, চেক ড্যাম তৈরী হলে চাষবাসের সুবিধা হবে। তিনি বলেন ভাঙ্গনকে রোধ করা খুবই কঠিন ব্যাপার, তবুও আমরা তৎপর-সরকার তৎপর এবং আমাদের মুখ্যমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন মানুষের যেন কোন ক্ষতি না হয়।