শিলিগুড়ি:-ফের একবার চিতা বাঘের আতঙ্ক এক মাস পার হতে না হতেই দু-দুবার চিতা বাঘের থাবা বাগডোগরা এলাকায়,আজ সকাল দশটা নাগাদ জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলেন ৫০ বছরের শশীবালা রায় নামে এক মহিলা,হঠাৎ আজ সকাল দশটা নাগাদ চিতা বাঘের থাবা পড়ে সেই মহিলার উপর,আর সেখানেই লুটিয়ে পড়ে সেই মহিলা।ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি সেই আহত মহিলাকে সরাসরি বাগডোগরা হাসপাতালে পাঠান,এবং বাগডোগরা হাসপাতালে তার সঠিক চিকিৎসা না হওয়ায় তাকে রেফার করে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।হাসপাতালে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে।