পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ আগষ্ট— বৈধ পারমিট ছাড়া দূর পাল্লার বাস চালানোর অভিযোগ বালুরঘাটে। অভিযুক্ত বাস মালিকের বিরুদ্ধে আরটিও সহ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের এক বাস মালিকের। সন্তোষ চৌধুরী নামে ওই বাস মালিকের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে রীতিমতো কাউন্টার খুলে একটি দুরপাল্লার বাস অবৈধ ভাবে হিলি থেকে দিঘা পর্যন্ত যাতায়াত করছে। পারমিট ছাড়াই চলছে যাত্রীবাহী ওই বাসের টিকিট কেনা বেচাও। খোদ প্রশাসনের নাকের ডগায় কিভাবে বিনা পারমিটে প্রতিদিন বাসস্ট্যান্ড থেকে চলাচল করছে ওই দুরপাল্লার বাসটি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আর এর জেরে বৈধ বাস চালকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও দাবি করেছেন ওই বাস মালিক সন্তোষ চৌধুরী।
তিনি বলেন, সরকারী নিয়ম মেনে রাস্তায় বাস চলুক। অবৈধভাবে ওই বেসরকারি বাসটি চলাচল করবার কারনেই লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশাসনকে।
দুরপাল্লা ওই বাসের মালিক অ্যান্টনী সিংহ রায় জানিয়েছেন, সমস্ত কাগজ পত্র তার কাছে আছে। কলকাতা থেকে ফিরে বিষয়টি দেখাবেন।
ডিএসপি ট্রাফিক গৌরব ঘোষ জানিয়েছেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। আর টিওর সাথে কথা বলে এব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হবে।