শীতল চক্রবর্তী গঙ্গারামপুর১৩আগষ্ট দক্ষিণ দিনাজপুর:-পৌরসভার তরফে তৃতীয় দফার ৭০০জন শহরবাসীর একাউন্টে আবাস যোজানার ঘরের প্রথম কিস্তির ৮০হাজার টাকা ব্যাঙ্কের মাধ্যমে পাইয়ে দেবার ব্যবস্থা করলেন চেয়ারপার্সন।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের পর চেয়ারপার্সনের সময়েও প্রশান্তবাবু শহরবাসীর জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে খবর।এক সাক্ষাৎকারে চেয়ারপার্সন জানালেন, প্রথম কিস্তির পুরো টাকায় ব্যাঙ্ক থেকে ঘর পাওয়া গ্রাহকেরা তুলে নিতে পারবেন ধাপে ধাপে।শহরবাসীর জন্য তিনি সব সময় কাজ করে যাচ্ছেন আর আগামীতেও করে যাবেন বলে তিনি জানিয়েছেন। চেয়ারপার্সনের এমন কাজে খুশি হয়েছেন শহরবাসীও।
১৯৯৩ সালে গঙ্গারামপুর পুরসভাটি গড়ে ওঠাণত পুরসভা ভোটে শাসকদল বিরোধী শুন্য পুরবোর্ড গঠন করে।পুরসভা, সুমে খবর পুরসভা এলাকায় যে ১৮টি ওয়ার্ড রয়েছে তাঁর মোট জনসংখ্যা রয়েছে ৬৫হাজারের মত।পরিবার রয়েছে ১২হাজার ৬০০জন।পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব নেবার পর থেকেই পুরসভা এলাকায় একাধীক উন্নয়ন মুলক কাজ শুরু করেন শহরের প্রায় সময় ওয়ার্ড গুলিতে।সেটা পাকা রাস্তা,আলো,নতুন করে পথবাতি বসানো, রাস্তাঘাট,নতুন ড্রেন তৈরি ও তা সংস্কার থেকে শুরু করে যাবতিয় উন্নয়ন মুলক কাজ করা।
পুরসভা সুত্রেই জানা গিয়েছে যেকেন্দ্রীয় সরকারের গ্রীনসিটি ও রাজ্যে সরকারের গ্রীনজোন ক্রিয়েশন প্রকল্পের মাধ্যমে শহর এলাকা গুলিকে সবুজ দিয়ে সাজিয়ে তোলার উদ্যাগ গ্রহন করে সেই কাজ শেষ করেছেন চেম্বারম্যানের তরফে বহু দিন আগেই।
পুরসভা সুত্রে খবর, এই প্রকল্পের আওতায় পুরসভার ৪নম্বর ওয়ার্ডের কালীতলা থেকে ১৮নম্বর ওয়ার্ডের কালদিঘী হাসপাতালের সামনের ৫১২নম্বর রাস্তাটি ধারে চলছে আলোবাতি বসানোর কাজ।শহর এলাকার হাইরোড় থেকে ১নম্বর ওয়ার্ডের বৌরডাঙ্গি,ও১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ী মত বিভিন্ন এলাকা গুলিকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।
বর্তমানে পৌরসভার চেয়ারপার্সন রয়েছেন শহরবাসীর কাছের বলেই পরিচিত প্রশান্ত মিত্র।তিনি চেয়ারম্যান থাকা কালীন শহরবাসীর আবাস যোজনার ঘরের প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ১৮টি ওয়ার্ডের প্রায় দুই হাজারের মত মানুষজন ঘর পেয়েছেন।ওই সমস্ত মানুষজন এখন পাকা ঘরের মধ্যে বসবাস করছেন।গত মঙ্গলবার থেকে তৃতীয় দফার • প্রায় আরো৭০০জন গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের গরীর বাসিন্দাদের প্রথম কিস্তির ৮০হাজার টাকা ব্যাঙ্কের মাধ্যমে ঘর পাওয়া শহরবাসীর একাউন্টে টাকা দিলেন চেয়ারপার্সন প্রশান্ত মিত্রের প্রচেষ্টায়। ব্যাস থেকে টাকা তুলে শহরবাসী সেই কাজ শুরু করেছেন বলেন খরব।
গঙ্গারামপুর পৌরসভায় সাক্ষাৎকারে চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন শহরবাসী তৃতীয় দফার প্রথম কিস্তির পুরো টাকায় ব্যাংক থেকে তুলে নিতে পাবেন ধাপে ধাপে। শহরবাসীর জন্য তিনি সব সময় কাজ করে যাচ্ছেন আর আগামীতেও করে যাবেন বলে তিনি জানিয়েছেন। তিনি সব সময় মানুষজনদের পাশে আছেন আর থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
চেয়ারপার্সনের এমন কাজে খুশি হয়েছেন শহরবাসীও।