সরকারী কর্মী স্বীকৃতির দাবীতে বালুরঘাটে আন্দোলনে নামল আশাকর্মীরা, ডেপুটেশন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে

0
449

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ আগস্ট –––  ১৪ দফা দাবীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন । প্রতি মাসের শুরুতেই আশাকর্মীদের ভাতা প্রদান, সরকারি কর্মীর স্বীকৃতি, ফিক্সড বেতন, সাপ্তাহিক ছুটি সহ একাধিক দাবীতে সরব হন সংগঠনের কর্মকর্তারা । শুক্রবার বালুরঘাটে  সংগঠনের শতাধিক আশাকর্মী শহরজুড়ে একটি মিছিল করে জেলা মুখ্য স্থাস্থ্য আধিকারিকের কাছে পৌঁছায় । আগামীতে নিজেদের দাবী আদায়ে লাগাতার কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংগঠনের রাজ্য কমিটির নেত্রী ইস্মতরা খাতুন বলেন, আশাকর্মীরা কোভিড পরিস্থিতিতেও সামনে থেকে কাজ করে চলেছেন । তার পরেও তাদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না । এদিন ১৪ দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here