প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর তরুন আহ্বান ক্লাবে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করা হল, মন্ত্রীকে দেওয়া হল সম্বর্ধনাও
শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,১৫আগষ্ট ,দক্ষিণ দিনাজপুর:– একটি অনুধানের মধ্যে দিয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর ক্লাবে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করা হল ।সেখানে রাজ্যের মন্ত্রীকেও সংবর্ধনা দেওয়া হল।করা হয় রক্তদান শিবির। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নিউ মার্কেটের তরুনের আহন ক্লাব এদিন এমন কর্মসুচীর আয়োজন করা হয়।সেখানে মন্ত্রী থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি ,চেয়ারপার্সন থেকে একাধীক নেতৃত্ব থেকে ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। শিবিরে মোট ৫০ জন রকটভান করেন।
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকোমল মিত্রের হাতে প্রতিষ্ঠিত গঙ্গারামপুর পৌরসভার অন্তগত নিউমার্কেটে অবস্থিত এই ক্লাবটি। রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে এই দিনটি পালন করা হয়। মন্ত্রী বিপ্লব বাবু এই ক্লাবের সভাপতি পদে রছেন। ক্লাবের তরফে এদিন রাজ্যের কৃষি ও বিপনন মন্ত্রী বিপ্লব মিকে সংবর্ধনা দেও হয়।করা হয় একটি রক্তদান শিবিরের আয়োজন ।৫৯জন সেচ্ছায় রক্তদান করেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র ,ক্লাবের সম্পাদক দেবকুমার বাগচী সহ আরো অনেকেই। এদিন সামাজিক দুরত্ববিধি মেনেই সমস্ত অনুষ্ঠান পালন করা হয়৷
মন্ত্রী বিপ্লববাবু জানালেন, উদ্যাতদের এমন কাজকে আমি সাধুবাদ জানাই।
এদিন গঙ্গারামপুর ব্লক ও শহর এলাকা থেকে বহু দলীয় কর্মী সমর্থকেরা হাজির হয়েছিল এমন অনুষ্ঠানে।