সাবডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিকদের অফিসের সামনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হয়।

0
385

সাবডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিকদের অফিসের সামনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হয়।

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ১৫ আগষ্ট, দক্ষিণ দিনাজপুরঃ-জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৫তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হল রবিবার সকালে দক্ষিণ দিনা পুর জেলার গঙ্গারামপুর শহরে সবজি মার্কেটের উপরে অবস্থিত জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশন নামে সাংবাদিকদের সংগঠনের তরফে ক্লাবের সামনে এই দিনটি কোভিড বিধি মেনে এই দিনটি পালন করা হয়।সেখানে সংগঠনের জেলা সভাপতি, সম্পাদক সহ ক্লাবের বহু সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আরো অনেকেই।


১২বছর আগে সাংবাদিকদের এই সংগঠনের তরফে কাজ শুরু করা হলেও ২০১৫ সালে দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর থেকেই জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের সুচনা হয়।অস্থায়ীভাবে থানার সামনে এই ক্লাবটি বহুদিন চলার পরে ২০১৫ সালে সরকারী অনুমোদন পাই এই ক্লাবটি। ২০২০ সালে ৩১ডিসেম্বর বেশ ঘটা করে গঙ্গারামপুর শহরে
চিত্তরঞ্জন সবজী মার্কেটের দ্বিতলে এই ক্লাবের অফিসঘর ভাড়া নিয়েই তার পথচলা স্থায়ীভাবে শুরু করতে উদ্ধোধন করা হয়।জেলার প্রায় ৪৫জনের বেশি দৈনিক বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের পাশাপাশি কবি সাহিত্যিক জেলার মধ্যে উল্লেখযোগ সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বহুদিন ধরেই। যারা সাধারণ মানুষজনদের পাশে থেকে সব সময় কাজ করে গিয়েছেন বিভিন্ন সময়ে এই সংগঠনের সদস্যরা ।
রবিবার ১৫আগষ্ট ৭৫তম স্বাধীনতা দিবসে এই দিনটিকে সামনে রেখে এদিন সকালে ক্লাবের অফিস ঘরের সামনে এই দিনটি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তেলন করেন সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সাংবাদিক চয়ন হোড়, ক্লাবের পতাকা উত্তেলন করেন ক্লাবের জেলা সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক শীতল চক্রবর্তী৷জাতীয় সঙ্গীও গাওয়া হয় সাংবাদিকদের তরফেও।এর পরে একে একে নেতাজী গান্ধীজি বি আর আম্বেদকর থেকে শুরু করে বহু বিশিষ্টজনেদের ছবিতে মাল্যদান করেন সাংবাদিক তথা ক্লাব সভাপতি চয়ন হোড়, সম্পাদক শীতল চক্রবর্তী, সাংবাদিক তথা ক্লাব সদস্য বিপ্লব হালদার, বাবাই সূত্রধর, নারায়ন বসাক অমল,দাস অজিত ঘোষ সহ ক্লাবের বহু সদস্যরা।


সাংবাদিকদের সংগঠনের জেলা সভাপতি তথা সাংবাদিক চয়ন হোড় জানিয়েছেন ,ক্লাবের পথচলা বহুদিন ধরেই শুরু হয়েছে। এবছর ৭৫তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।বিভিন্ন ধরনের অনুষ্টানের আয়োজনোও করা হয়েছিল৷


সংগঠনের জেলা সম্পাদক তথা সাংবাদিক শীতল চক্রবর্তী জানিয়েছেন আমাদের সাংবাদিকদের সংগঠনের তরফে বিভিন্ন ধরনের অনুষ্টানের মধ্যে দিয়ে ৭৫তম স্বাধীনতা দিবসের দিনটি পালনের আয়োজন করা হয়েছিল।কোভিড বিধি মেনেই সকলেই মিলিতভাবে এমন অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

সাংবাদিকদের সংগঠনের তরফে এমন অনুষ্ঠানে সাধারন মানুষজন ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই এগিয়ে এসেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here