কোচবিহার:-একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে বাড়ির লোকজন কে মারধর করে বাড়িতে লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে দিনহাটার মাতালহাট এলাকায় । ঘটনায় আহত বাড়ি মালিক পরেশ চন্দ্র সরকার দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । বাড়ি থেকে প্রায় নগদ সহ সোনা গয়না মিলে প্রায় 5 লক্ষ টাকার জিনিস লুট করা হয়েছে বলে অভিযোগ । দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
পরিবার সূত্রের খবর শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাদের বাড়িতে ঢুকে প্রথমে দরজা খোলার জন্য বলা হয় । দরজা না খুলে দরজা ভেঙে ভেতরে ঢুকে বন্দুক দেখিয়ে বাড়িতে থাকা সমস্ত জিনিস দিতে বলা হয় । এরপরই পরিবারের সদস্য এগিয়ে এলে তাদের ব্যাপকভাবে মারধর করা হয় । বাড়িতে থাকার মতো সোনা গয়না রুট করার পাশাপাশি তাদের দোকান রয়েছে দোকান থেকে নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ । ঘটনায় বাড়ি মালিক পরেশ চন্দ্র সরকার সহ তার স্ত্রী ও ছেলেসহ বাড়ি প্রত্যেককে মারধর করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় রীতিমতো এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে । গোটা বিষয় নিয়ে পুলিশ তদন্তে নেমেছে ।