নদীতে উদ্ধার গান্ডারের মৃতদেহ

0
655

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:-সাত সকালে  জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন তোরসা নদীতে মিলল এক  গন্ডারের মৃতদেহ । আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত শিলবারী ঘাটে নদীতে    বালু পাথর তোলার  কাজ করতে গিয়ে স্থানীয় শ্রমিকরা  দেখতে পেল  এক  গন্ডারের মৃতদেহ। । জানা যায় আজ ভোরে তারা নদীতে বালু-পাথর তুলতে গিয়ে সেই মৃতদেহ টি দেখতে পায় ।দেহটি জলের মধ্যে থাকায় তাদের সন্দেহ ছিল যে সেটি  হাতি না গন্ডার ।

পরবর্তীতে ৮ জন মিলে সেই মৃতদেহ টিকে   টেনে তীরে  নিয়ে আসে, পরবর্তীতে দেখা যায় সেটি  গন্ডারের মৃতদেহ । বনদপ্তর কে খবর দেওয়া হয়, তারা আসেন এবং JCB  দিয়ে মৃত গান্ডারের দেহ তুলে নিয়ে যাওয়া হয়  ময়না তদন্তের জন্য। এই বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ  ও দীপক এম টেলিফোনে  জানান, “প্রচন্ড বৃষ্টি চলছে ,যার কারণে তোরসা নদী ফুলে ফেঁপে উঠেছে । জলদাপাড়ার পাশেই এই নদী , প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নদীর স্রোতে ভেসে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে গান্ডারটির। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে “।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here