মালদা:- বাড়ি যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর জখম এক যুবক। স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা গাজোল থানার আলাল এলাকায় আলাল ব্রীজে ৮১ নং জাতীয় সড়কে।
হাসপাতাল ও পরিবার সূত্রে খবর গুরুতর জখম ওই যুবকের নাম নাসির উদ্দিন আলী (২৫) বাড়ি পুকুরিয়া থানার মাগুরা বাধ এলাকায়।
আক্রান্ত যুবকের পরিবারের এক সদস্য শফিকুল আলাম জানান এইদিন ওই যুবক বাইকে করে গাজোল থানা এলাকার আলাল থেকে মাগুরা যাচ্ছিলেন। ঠিক সেই সময় সামসি থেকে গাজোল এর দিকে থেকে আসা একটি লরি ধাকা মারে ওই যুবককে। লরির ধাক্কায় রাস্তার উপরেই ছিটকে পড়ে গুরুতর জখম হন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই যুবককে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। অন্যদিকে সুযোগ বুঝে চম্পট দেয় ঘাতক লরিটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। ঘাতক লরি লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।