শুরু হয়ে গেছে দুয়ারে সরকার কর্মসূচির সিবির।

0
211

মালদা:-শুরু হয়ে গেছে দুয়ারে সরকার কর্মসূচির সিবির। এই কর্মসূচির অন্তর্গত একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা নিতে এলাকাবাসীরা ভিড় জমিয়েছে দুয়ারের সরকারে ক্যাম্প গুলিতে। রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডার। লক্ষী ভান্ডার এর সুযোগ-সুবিধা নিতে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলাদের নজরকাড়া উপস্থিতি ছিল। এদিনের দুয়ারে সরকার শিবির গুলি সরেজমিনে পরিদর্শন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র। শিবিরগুলোতে দোয়ারে সরকার বিভিন্ন প্রকল্পের কার্য বিধি কিভাবে চলছে তা তিনি পরিদর্শন করেন দেখেন। পাশাপাশি দুয়ারের সরকারি ক্যাম্পে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এর বিধায়ক তাজমুল হোসেন।

তাজমুল হোসেন জানান মূলত লক্ষী ভান্ডার এক আকর্ষণীয় প্রকল্প যার সুযোগ-সুবিধা নিতে মহিলারা এখানে এসেছে। তিনি আরো বলেন লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here